সানজিদুল হক ইমন , স্টাফ রির্পোর্টারঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা খোদ্দ প্রাথমিক বিদ্যালয় মাঠে ২২ এ নভেম্বর রাতে খোদ্দ ইয়াং স্টার ক্লাব এর আয়োজনে ৪ দলীয় ডে-নাইট হাডুডু টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুনামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান,চেয়ারম্যান ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মামুনুর রহমান খাঁন ,৩নম্বর সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ।পাটকেলঘটা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, আজিজুর রহমান ,মেম্বার।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মশিউর রহমান সুমন, সাধারণ সম্পাদক তালা উপজেলা ছাত্রলীগ । আনিসুর রহমান আনিস ধর্মবিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা শাখা যুবদল। মাহবুবুর রহমান মধু, বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলা শাখা। প্রভাষক নাজমুল হুসাইন মাহি।সাংবাদিক শেখ সানজিদুল হক ইমন,দৈনিক একুশে সংবাদ,আরো অনেকেই।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব আঃ মজিদ খান, খেলাটা পরিচালনা করেন আজিজুর রহমান।
উক্ত খেলা চার টি টিমে লেডার হিসাব ছিলেন ১আঃ আজিজ খান ২ আঃ মজিদ খান ৩ মোঃ রুহুল আমিন খান ৪ মীর পলাশ।
প্রথম বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন ডাক্তার মামুনুর রহমান খাঁন, ২১ ইঞ্চি কালার টিভি ,দ্বিতীয় বিজয়ী দলকে একটি ১৬ ইঞ্চি কালার টেলিভিশন প্রদান করা হয়।
মিডিয়া পাটনার হিসাবে ছিলো জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকা ও জনপ্রিয় অনলাইন প্যোর্টাল সাতক্ষীরা প্রেস.কম।
Facebook Comments