ইকবাল হাসান (সাগর), স্টাফ রির্পোর্টারঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুজনশাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২১ এ নভেম্বর রাতে এনএসবি স্পোর্টিং ক্লাব এর আয়োজনে ১৬ দলীয় নাইট ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুনামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুভাষ চন্দ্র সেন,চেয়ারম্যান ৭ নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামকাটি ইউনিয়ন শাখা। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হাসানুর রহমান হাসান, মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দীপক কুমার মল্লিক, ন্যাশনাল ম্যানেজার মদিনা গ্রুপ আরো উপস্থিত ছিলেন মোঃ আল আমিন ইউপি সদস্য, আব্দুল হাকিম ইউপি সদস্য, মিনিস্টার প্লাজার অডিট ম্যানেজার হাবির আহম্মেদ, ইকবাল হাসান পাটকেলঘাটা বুরো প্রধান সাপ্তাহিক জনতার মিছিল, সাংবাদিক আব্দুর রউফ, শাহিন সহ আরো অনেক।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব সোহরাব সরদার ইউপি সদস্য ৬নং ওয়ার্ড ইসলামকাটি ইউনিয়ন পরিষদ।
খেলাটি পরিচালনা করেন মোঃ রবিউল ইসলাম। চাম্পিয়ন দলকে একটি মিনিস্টার ফ্রিজ এবং রার্নার আপ দলকে একটি মিনিস্টার এলইডি টিভি প্রদান করা হয়।
খেলাটিতে স্পন্সর হিসাবে ছিলো মিনিস্টার শো-রুম পাটকেলঘাটা।
মিডিয়া পাটনার হিসাবে ছিলো আনন্দ টিভি ও জনপ্রিয় অনলাইন প্যোর্টাল সাতক্ষীরা প্রেস.কম।
Facebook Comments